SR Learning

আমরা একটি উদ্ভাবনী এবং সক্রিয় শিক্ষার পদ্ধতি প্রয়োগ করি যা ঐতিহ্যগত পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের গভীরভাবে অন্তর্দৃষ্টি অর্জন ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করে। আমাদের ক্লাসগুলো প্রতিদিনের শেখার রুটিন থেকে বের হয়ে যেয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং চিন্তাভাবনার দক্ষতাকে জাগ্রত করতে ডিজাইন করা হয়েছে।

ইন্টারেক্টিভ শিক্ষার মাধ্যমে শেখার ভালোবাসা গড়ে তোলা
আমরা বিশ্বাস করি, শেখার পরিবেশ যদি সঠিকভাবে সজ্জিত হয় এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হয়, তবে শিক্ষার্থীরা তাদের শেখার অভিজ্ঞতায় গভীরভাবে জড়িয়ে যায়। আমাদের ক্লাসগুলো শুধুমাত্র পাঠ্যক্রমের উপর নির্ভরশীল নয়; এখানে শিক্ষার্থীরা বাস্তব দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধান করতে শেখে এবং তাদের শেখার প্রতি এক নতুন ভালোবাসা সৃষ্টি হয়।

প্রযুক্তির সাথে সমন্বয়ে আধুনিক শিক্ষার অভিজ্ঞতা
আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য শিক্ষার অভিজ্ঞতা আরও গতিশীল ও আকর্ষণীয় করে তুলি। ডিজিটাল টুলস এবং ইন্টারেক্টিভ মিডিয়ার মাধ্যমে ক্লাসগুলো আরো বেশি engaging হয়ে ওঠে, যা শিক্ষার্থীদের শেখার গতিকে ত্বরান্বিত করে।

বিশেষজ্ঞ শিক্ষকদের নিখুঁত নির্দেশনা
আমাদের অভিজ্ঞ এবং উত্সাহী শিক্ষকের দল শিক্ষার্থীদের এককভাবে নজর দেয়, তাদের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগতকৃত মনোযোগ প্রদান করে। আমাদের শিক্ষার্থীরা শুধু সফল হয় না, বরং তাদের একাডেমিক যাত্রায় তারা প্রত্যেকটি ধাপ সঠিকভাবে পার করতে পারে, কারণ আমরা প্রতিটি শিক্ষার্থীর উন্নতিতে প্রতিশ্রুতিবদ্ধ।

শ্রেষ্ঠত্বের সাথে একসাথে এগিয়ে চলা
পারফেক্ট কোচিং ক্লাসে, শিক্ষার্থীর সাফল্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের লক্ষ্য শুধু উচ্চমানের শিক্ষা প্রদান করা নয়, বরং প্রতিটি শিক্ষার্থীকে তাদের সেরা ভার্সনে পরিণত করা। আমাদের সাথে একসাথে এই যাত্রায় শামিল হন এবং একসাথে সাফল্য অর্জন করুন!

এস. আর. লারনিং আপনার শিক্ষার সঙ্গী হতে প্রস্তুত—এখনই যুক্ত হন এস. আর. লারনিং এর সাথে!

বেস্ট কোয়ালিটি কোর্সেস

আমাদের কোর্স গুলু সম্পূর্ণ হাই কোয়ালিটি, বেসিক টু প্রফেশনাল প্রিমিয়াম কোর্সেস, আপডেটেড রেকর্ডেড কোর্স ( অর্থাৎ প্রোগ্রামিং এর একেবারে ABCD হতে এডভান্স কোর্সস সম্পূর্ণ করা হয়েছে। কিভাবে কাজ পেতে হয় এবং কিভাবে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে হয়, তার সবই দেখানো হয়

মানসম্মত প্রশিক্ষক

আমাদের প্রশিক্ষকগন প্রত্যেকেই ভালো মাপের ফ্রিলাঞ্চার এবং তারা সবাই মারকেটপ্লেসে রানিং ক্লাইন্টের কাজ করছে। তাদের দ্বারাই আমাদের কোর্স গুলো তৈরি করা হয়। তাদের সকল এক্সপেরিয়েন্স গুলো শিক্ষার্থীদের শেয়ার করেন তাই খুব সহজভাবে একটি স্কিলকে বেসিক থেকে শিখতে পারবেন এবং খুব সহজেই তারাতারি সফলতা লাভ করতে পারবেন। পারবেন।

ব্লেন্ডেড লার্নিং মেথড

আমাদের কোর্স গুলু আমরা সবসময় কয়েকটি ধাপ অনুসরন করে তৈরি করি। প্রতিটা কোর্স এর টপিক গুলু বিভিন্ন মডিউল আকারে সাজানো, এবং প্রতিটা মডিউল এ থাকা লেসন গুলো শুধুমাত্র ভিডিও ক্লাস নিয়েই তৈরি করা হয় না, এর পাশাপাশি রয়েছে রিটেন ডকুমেন্ট, পিডিএফ,মেটারিয়ালস এবং কুইজ। যেকোনো বিষয় কে খুব সহজেই আয়ত্ত করতে আমাদের রয়েছে সাজালো লার্নিং মেথড।

সার্টিফিকেশন

কোর্স শেষ হবার পর আমরা সার্টিফিকেট দিয়ে থাকি এতে বিভন্ন জব সেক্টর এ আপনার পোর্টফলিও কে আরো পাওয়ারফুল হবে। করতে সফটটেক আইটি থেকে সার্টিফিকেট এর পাশাপাশি পাচ্ছেন বিভিন্ন প্রোগ্রামিং প্রযেক্ট করার সুযোগ। সার্টিফিকেট আপনাকে আপনার শিখা স্কিল কে আরো ভালো ভাবে শিখতে সহায়তা করবে।

নতুন কিছু শেখার মাধ্যমে নিজেকে আরও সৃজনশীল এবং সক্ষম করে তোলো। নিজের দক্ষতা বাড়ানোর এই যাত্রা শুরু করো, আর লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাও!